সব জল্পনার অবসান ঘটিয়ে আজই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে



নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে কেকেআর



বিরাট কোহলিদের আরসিবির বিরুদ্ধে ম্য়াচ দিয়েই অভিযান শুরু করবে কেকেআর



২২ মার্চ কেকেআর ও আরসিবির ম্যাচ দিয়ে আইপিএলের ১৮তম সংস্করণ শুরু হবে



মার্চ মাসেই কেকেআর আরও দুইটি ম্যাচ খেলবে



২৬ মার্চ রাজস্থান রয়্যালস ও ৩১ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে নাইঠ বাহিনী।



৩ এপ্রিল কেকেআরের দ্বিতীয় হোম ম্যাচ গতবারের ফাইনালিস্ট সানরাইজার্সের বিরুদ্ধে



এরপর ৬, ১১, ১৫, ২১, ২৬ ও ২৯ এপ্রিল কেকেআরের ম্যাচগুলি আয়োজিত হবে।



মে মাসে ৪ ও ৭ তারিখ কেকেআরের ম্যাচ। ৭ মে সিএসকের বিরুদ্ধে ম্য়াচই নাইটদের শেষ হোম ম্যাচ



নাইটরা যেমন আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে, তেমন ১৭ মে আরসিবির বিরুদ্ধেই লিগ অভিযান শেষ করবে।