ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে রয়েছেন তালিকায় (সব ছবি: পিটিআই)
ওপেনিংয়ে হয়ত ফের দেখা যাবে ডি কককে
বোলিং বিভাগে স্পেনসার জনসনের পরিবর্ত হতে পারেন আনরিচ নোকিয়া
বিদেশিদের মধ্যে আন্দ্রে রাসেলের জায়গা নিশ্চিত
ওপেনিংয়ে জায়গা পাকা সুনীল নারাইনের, তাঁর মিষ্ট্রি স্পিনও কার্যকরী ভূমিকা নেবে
অ্যাঙ্কর রোল প্লে করতে দেখা যেতে পারে অঙ্গকৃশ রঘুবংশীকে
রিঙ্কুর ব্যাটে ঝড় দেখার অপেক্ষাযা থাকবেন ক্রিকেটপ্রেমীরা
কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আজ কী করেন দেখার
পেস বোলিং বিভাগে হর্ষিত রানার সঙ্গে ভারতীয় বৈভব আরোরা
বরুণ চক্রবর্তীর দিকেও নজর থাকবে আজ সবার