বাবা অটোচালক, অভাবের সংসার, সেই বাড়ির ছেলে ভিগনেশ পুথুর আইপিএলে হইচই ফেলে দিলেন
আইপিএল নিলাম থেকে ভিগনেশকে ৩০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স
আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ
রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও দীপক হুডাকে ফিরিয়েছেন ভিগনেশ
ভিগনেশকে দেখে বেশ প্রভাবিত হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও
ভিগনেশের বয়স জানতে চেয়েছেন ধোনি, পরামর্শ দিয়েছেন, 'যেভাবে খেলে আইপিএলে এসেছিস, সেভাবেই খেলে যা'
কেরলের ক্রিকেটার সিনিয়র দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ খেলেননি
কেরল টি-২০ লিগে আলেপ্পি রিপলসের হয়ে খেলেছেন ভিগনেশ
মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটদের নজরে পড়ে যান ভিগনেশ, তাঁর ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের জন্য
বাঁহাতি স্পিনার এসএ টি-২০ লিগে মুম্বই দলের নেটে বোলিং করেছেন, সেখান থেকেই এবার আইপিএলে (ছবি - পিটিআই)