গলি থেকে রাজপথ
abp live

গলি থেকে রাজপথ

বাবা অটোচালক, অভাবের সংসার, সেই বাড়ির ছেলে ভিগনেশ পুথুর আইপিএলে হইচই ফেলে দিলেন

মুম্বইয়ের চমক
abp live

মুম্বইয়ের চমক

আইপিএল নিলাম থেকে ভিগনেশকে ৩০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স

অভিষেকেই সেরা
abp live

অভিষেকেই সেরা

আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩ উইকেট নিয়েছেন ভিগনেশ

শিকারের তালিকায়?
abp live

শিকারের তালিকায়?

রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও দীপক হুডাকে ফিরিয়েছেন ভিগনেশ

abp live

মুগ্ধ ধোনিও

ভিগনেশকে দেখে বেশ প্রভাবিত হয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিও

abp live

মাহির পরামর্শ

ভিগনেশের বয়স জানতে চেয়েছেন ধোনি, পরামর্শ দিয়েছেন, 'যেভাবে খেলে আইপিএলে এসেছিস, সেভাবেই খেলে যা'

abp live

খেলেননি সিনিয়র পর্যায়ে

কেরলের ক্রিকেটার সিনিয়র দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে কোনও ম্যাচ খেলেননি

abp live

কেরল লিগে নজরকাড়া

কেরল টি-২০ লিগে আলেপ্পি রিপলসের হয়ে খেলেছেন ভিগনেশ

abp live

কীভাবে মুম্বই ইন্ডিয়ান্সে?

মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটদের নজরে পড়ে যান ভিগনেশ, তাঁর ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের জন্য

abp live

নেট থেকে আইপিএলে

বাঁহাতি স্পিনার এসএ টি-২০ লিগে মুম্বই দলের নেটে বোলিং করেছেন, সেখান থেকেই এবার আইপিএলে (ছবি - পিটিআই)