বাংলা যে ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি দর কষাকষি হতে পারে, তিনি মহম্মদ শামি



দুই মরশুম আগেই আইপিএলে ২৮ উইকেট নেওয়া শামিকে যে কোনও ফ্র্যাঞ্চাইজিই দলে নিতে চাইবে



যে কোনও টি-টোয়েন্টি দলের প্রাণভোমরা অলরাউন্ডাররা, শাহবাজ আমেদও সেই তালিকাতেই পড়েন



বল হাতে নজর কাড়ার পাশাপাশি শাহবাজ প্রয়োজনে বড় শটও হাঁকাতে পটু, যার ফলে তিনি নিলামে ভাল দাম পেতে পারেন



বর্তমানে দলের বাইরে থাকলেও মুকেশ কুমার কিন্তু ইতিমধ্যে শুধু আইপিএল নয়,ভারতের হয়েও নজর কেড়েছেন



শুরুতে স্যুইং এবং শেষে ডেথ বোলিংয়ে পটু মুকেশের জন্য দর হাঁকানোর লোকের অভাব হওয়ার কথা নয়



গত মরশুমে আরসিবির হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছিলেন আকাশ দীপ



তবে আকাশকে সুযোগ দিলে তিনি যে নজর কাড়তে সক্ষম, তা জাতীয় দলের জার্সিতেই কিন্তু তিনি প্রমাণ করেছেন



সবার শেষে বাংলার টপ অর্ডার ব্য়াটার অভিমন্যু ইশ্বরণের কথা না বললেই নয়



লাল বলের ক্রিকেটে পটু ঈশ্বরণের ৩৭.৫৩ গড় ও ১২৯-র স্ট্রাইক রেট কিন্তু একেবারেই মন্দ নয়