রাজস্থানের বিরুদ্ধে কেকেআর একাদশে দেখা যায়নি সুনীল নারাইনকে
আগের মরশুমে রাজস্থানে বিরুদ্ধেই শতরান হাঁকিয়েছিলেন
এবার রাজস্থান ম্য়াচের একাদশ থেকেই তাঁকে বাদ দেওয়া হল কেন?
তবে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে নারাইনের না থাকার কারণ জানিয়েছেন
শরীর অসুস্থ থাকায় শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন নারাইন
নারাইনের পরিবর্তে দলে ঢুকে পড়েন মঈন আলি
নারাইন ব্যাট ও বল হাতে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন সবসময়
নাইটদের পরের ম্য়াচ মুম্বইয়ের বিরুদ্ধে
সেই ম্য়াচে নারাইনকে পাওয়ার বিষয়ে আশাবাদী দল
নারাইন ফিরলে মঈনকে ফের বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে