ভারতীয় দলের নবপ্রজন্মের অন্যতম তারকা নীতীশ কুমার রেড্ডি।



আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামেন।



তবে সম্প্রতি দাবি করা হচ্ছিল নীতীশ নাকি পরবর্তী মরশুমের আগে সানরাইজার্স ছাড়তে পারেন।



নীতীশকে গত মরশুমের মেগা নিলামের আগে ছয় কোটিতে রিটেন করেছিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।



তবে হেনরিখ ক্লাসেনকে প্রমোট করিয়ে তাঁকে ব্যাটিং অর্ডারে নীচে পাঠানোয় নীতীশ ক্ষুব্ধ বলে দাবি করা হয়।



তবে নীতীশ নিজেই এইসব জল্পনায় জল ঢেলে দিলেন।



তারকা অলরাউন্ডার দাবি করেন তাঁর পক্ষে কিছু জিনিস স্পট করে দেওয়া প্রয়োজন।



নীতীশ বলেন তিনি সবসময় এই ফ্র্যাঞ্চাইজির পাশে থাকবেন।



নীতীশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'SRH -র সঙ্গে আমার সঙ্গে ভরসা, সম্মান ও দীর্ঘদিনের প্যাশনের ভিত্তিতে তৈরি।'



অর্থাৎ নীতীশের সানরাইজার্স ছাড়ার খবর যে কেবলই জল্পনা, তা বলাই বাহুল্য।