গত মরশুমে মাত্র ৫৫ লক্ষ টাকা বেতন ছিল রিঙ্কু সিংহের



তবে এ মরশুমে কেকেআরের প্রথম রিটেনশন রিঙ্কুর বেতন ২২৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩ কোটি



গত নিলামে পাঞ্জাব কিংস শশাঙ্ক সিংহকে নাম গুলিয়ে ভুল করে নিয়ে ফেলেছিল



তিনি এমনই পারফর্ম করেছেন যে ২০ লক্ষ থেকে ২৬৫০ শতাংশ বেশি ৫.৫ কোটিতে তাঁকে রিটন করেছে পাঞ্জাব



সাঈ সুদর্শনের বেতন ৪১৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৮.৫ কোটি



আগুনে গতিবেগে যেমন তাঁর বল যায়, তেমন ময়ঙ্কের দামও আগুনে বেগে ২০ লক্ষ থেকে বেড়ে ১১ কোটি হয়েছে



রজত পাতিদারের বেতন ৫৪০০ শতাংশ বেড়ে ২০ লক্ষ থেকে রিটেনশনের পর হয়েছে ১১ কোটি



শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে আগের মরশুমের থেকে ৬৪০০ শতাংশ অধিক, ১৩ কোটিতে রিটেন করেছে সিএসকে



ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ধ্রুব জুরেলের বেতনও ৬৯০০ শতাংশ বেড়েছে



আগের মরশুমে ২০ লক্ষ পাওয়া জুরেল পরের মরশুমে পাবেন ১৪ কোটি টাকা