রাহুলকে দলে নিতে ২৫ কোটি টাকার প্রস্তুাব দিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়নরা!

Published by: ABP Ananda

বর্তমানে ইংল্যান্ডে রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ়।

তবে এর মাঝেই রাহুলের আইপিএল দল বদলের কানাঘুষো ভেসে আসছে।

আপাতত আইপিএলের ট্রেড উইন্ডো খোলা, আর সেই উইন্ডোতেই রাহুলকে দলে নিতে ঝাঁপিয়েছে প্রাক্তন চ্যাম্পিয়নরা!

কোন দল রাহুলকে চাইছে? রিপোর্ট অনুযায়ী সেই দলটির নাম কলকাতা নাইট রাইডার্স।

কেকেআর গত মরশুমে প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি। নতুন মরশুমে দলে বেশ বড়সড় বদল হচ্ছে।

ইতিমধ্যেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, কেকেআর ছেড়ে লখনউয়ের বোলিং কোচ হয়েছেন ভরত অরুণও।

এবার খবর অজিঙ্ক রাহানে গতবার সাফল্য এনে দিতে না পারায় রাহুলকে নিতে ঝাঁপিয়েছে কেকেআর।

দাবি করা হচ্ছে কেকেআর নাকি ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসকে রাহুলের জন্য ২৫ কোটির প্রস্তাবও দিয়েছে।

তবে এই ট্রেডে শুধু টাকারই আদান-প্রদান হবে না কোনও ক্রিকেটারও যুক্ত থাকবেন, তা জানা যায়নি।