পাঞ্জাব কিংস ৬ বার দুশো বা তার বেশি রান তাড়া করে জিতেছে আইপিএলে

৫ বার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে দুশোর বেশি রান তাড়া করে জিতেছে

সিএসকে আইপিএলে ৩ বার দুশো বা তার বেশি রান তাড়া করে জিতেছে

কেকেআরও তিনবার এই পর্যায়ে সফল হয়েছে

গুজরাত এখনো দুশোর বেশি রান তাড়া করে জিততে পারেনি

লখনউ সুপারজায়ান্টস দু বার দুশো বা তার বেশি রান তাড়া করে সফল হয়েছিল

আরসিবি একবারই দুশোর বেশি রান তাড়া করে সফল হয়েছে

সানরাইজার্স হায়দরাবাদও একবারই সফল হয়েছে দুশোর বেশি রান তাড়া করাতে

দিল্লি ক্যাপিটালসও একবার জিতেছে দুশোর বেশি রান তাড়া করে

দুশোর বেশি রান তাড়া করে ২ বার সফল হয়েছে রাজস্থান রয়্যালস