ধোনির বদলে অন্য ভারতীয় তারকাকে অধিনায়ক করতে চেয়েছিল সিএসকে!
abp live

ধোনির বদলে অন্য ভারতীয় তারকাকে অধিনায়ক করতে চেয়েছিল সিএসকে!

Published by: ABP Ananda
আইপিএল ইতিহাসের সফলতম (যুগ্মভাবে) অধিনায়কের নাম মহেন্দ্র সিংহ ধোনি
abp live

আইপিএল ইতিহাসের সফলতম (যুগ্মভাবে) অধিনায়কের নাম মহেন্দ্র সিংহ ধোনি

সিএসকের হয়ে অধিনায়কত্ব করে পাঁচবার টুর্নামেন্ট জমিতেছেন
abp live

সিএসকের হয়ে অধিনায়কত্ব করে পাঁচবার টুর্নামেন্ট জমিতেছেন

তবে তিনি নাকি অধিনায়ক হিসাবে হলুদ ব্রিগেডের প্রথম পছন্দ ছিলেন না
abp live

তবে তিনি নাকি অধিনায়ক হিসাবে হলুদ ব্রিগেডের প্রথম পছন্দ ছিলেন না

abp live

বীরেন্দ্র সহবাগ জানান ধোনি নন, বরং তাঁকেই সিএসকের অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল

abp live

ভিবি চন্দ্রশেখর ২০০৮ সালে দল বাছাইয়ের সময় নিজে সহবাগকে ফোন করেছিলেন

abp live

বলেছিলেন দিল্লির আইকন খেলোয়াড় হিসাবে যোগ না দিতে

abp live

সহবাগ জানান তিনি এই বিষয়ে ভাবনাচিন্তা করবেন

abp live

তারকা ব্যাটার দিল্লিতে যোগ না দিলে তাঁকেই সিএসকের অধিনায়ক করা হত বলে দাবি

abp live

তবে পরবর্তীতে নিলামে ধোনিকে ছয় কোটির বদলে দলে নেয় হলুদ ব্রিগেড

abp live

তাঁর তত্ত্বাবধানেই আইপিএলের সবথেকে ধারাবাহিক দলও হয় সিএসকে