তিনি যে ম্যাচে মাঠে থাকবেন, প্রচারের যাবতীয় আলো থাকবে তাঁর দিকেই শুক্রবারও যাঁর অন্যথা হল না তিনি কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনি শুক্রবার চেন্নাই সুপার কিংসের অ্যাওয়ে ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় ম্য়াচ ছিল সিএসকে-র বিপক্ষের ডেরায় সংবর্ধিত হলেন মাহি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা থেকে ম্যাচের আগেই বরণ করে নেওয়া হল ধোনিকে ফুলের স্তবক, দামী শাল তুলে দেওয়া হল ধোনির হাতে মাঠে হাজির ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী ও কন্যা জীভাও ম্যাচে অবশ্য হেরে গিয়েছে ধোনির দল সিএসকে