তিনি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ, প্রকৃত অর্থেই অলরাউন্ডার


বল হাতে দুরন্ত স্পেল করতে পারেন, ভেঙে দিতে পারেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ


ব্যাটে বিগহিটার, চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন


ফিল্ডিংয়ে বিশ্বের অন্যতম সেরা



তিনি, স্যর রবীন্দ্র জাডেজা, সোমবার কেকেআরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের সারথি



৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট, ম্যাচের রং পাল্টে দেন জাড্ডুই



ফিল্ডিং করার সময় দুটি ক্যাচও নিয়েছেন জাডেজা, তাঁকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে



আইপিএলে এমন একটি কীর্তি গড়লেন জাডেজা, যা আর কারও নেই



প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে এক হাজার রান, বল হাতে একশো উইকেট ও একশো ক্যাচের মালিক হলেন



সিএসকে শিবিরের সেরা অস্ত্র স্যর জাডেজাই (ছবি - পিটিআই)