একজন ক্রিকেটার, অন্যজন চিকিৎসক হওয়ার পাশাপাশি পেশাদার কোরিওগ্রাফারও যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা, দুজনের প্রেমকাহিনি সিনেমার গল্পের মতো করোনা লকডাউন পর্বে ভার্চুয়ালি দুজনের আলাপ হয় ইনস্টাগ্রামে ধনশ্রীর রিল দেখে যোগাযোগ করেন চাহাল, তাঁর কাছে নাচ শিখতে চান দু'মাস ধনশ্রীর কাছে নাচের ক্লাস করেন হরিয়ানার লেগস্পিনার একদিন সন্ধ্যায় চাহাল মেসেজ করে ধনশ্রীর কাছে জানতে চান, সুখী হওয়ার উপায় কী তারপর থেকেই নিয়মিত কথাবার্তা শুরু হয় দুজনের একদিন চাহাল সরাসরি বিয়ের প্রস্তাব দেন ধনশ্রীকে, রাজি হয়ে যান ধনশ্রী নিজের মাকে সম্পর্কের কথা জানান ধনশ্রী, ৩ মাস প্রেম করার পর বাগদান হয় দুজনের ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় দুজনের (ছবি - ইনস্টাগ্রাম)