চলতি সপ্তাহেই সকলকে খানিকটা হতাশ করেই নিজের টেস্ট অবসর ঘোষণা করেছেন কোহলি।



বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় তিনি একেবারে শীর্ষ সারিতে থাকবেন।



ক্রিকেটের পোস্টার বয় হিসাবেও তাঁকে অনেকে গণ্য করেন।



শনিবারই ফের একবার কোহলিকে আইপিএলে মাঠে নামতে দেখা যাবে।



তবে তার আগেই ভাইরাল কোহলির দশম শ্রেণীর মার্কশিট, যা তিনি নিজেই অতীতে শেয়ার করেছিলেন।



পশ্চিম ভিহারে সেভিয়ার কনভেন্ট স্কুলে পড়তেন বিরাট কোহলি।



তাঁর মার্কশিটে দেখা যাচ্ছে কোহলি ইংরেজিতে সর্বাধিক ৮৩ নম্বরে পেয়েছেন।



সোশ্যাল সাইন্সেও তাঁর প্রাপ্ত নম্বর বেশ ভাল।



তবে কোহলি নিজেই বহুবার জানিয়েছেন অঙ্কে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।



মার্কশিটেও কোহলি অঙ্কেই সবথেকে কম ৫১ নম্বর পেয়েছেন বলে দেখা যাচ্ছে।