বিরাট কোহলির মাঠে নামা আর নজির গড়া যেন এখন সমার্থক হয়ে দাঁড়িয়েয়েছে।



লখনউয়ের বিরুদ্ধে এই আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচেও জোড়া নজির গড়েন কোহলি।



ম্যাচে ৩০ বলে ৫৪ রানের ইনিংস আসে কোহলির ব্য়াট থেকে।



এই ইনিংসের সুবাদেই তিনি প্রথম ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় হাজার রান করা ব্যাটার হলেন।



পাশাপাশি আইপিএল ইতিহাসে সর্বাধিক ৬৩টি অর্ধশতরান করার মালিকও এখন বিরাটই।



এইদিন অবশ্য বিরাট কোহলি আউট হওয়ার পরেও আরসিবির জয়ের জন্য অনেক রানের প্রয়োজন ছিল।



প্রথম ইনিংসে যে পন্থের প্রলয়ে রানের পাহাড় গড়েছিল লখনউ।



ঋষভের ১১৮ রানের ইনিংসে ভর করে ২২৭ রান তোলে লখনউ।



বিরাট আউট হওয়ার পর এদিন স্বপ্নের ইনিংসে আরসিবিকে জেতান জিতেশ শর্মা।



তাঁর ব্যাট থেকে আসে ৮৫ রানের ইনিংসে নিজেদের ইতিহাসে সর্বাধিক ২২৮ রান তাড়া করে জেতে আরসিবি।