মতান্তরে আইপিএলের সর্বকালের সেরা বিদেশি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স আরসিবির হয় সর্বাধিক ২৩ বার ম্যাচ সেরা হয়েছেন



মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা সর্বাধিক ১৬ বার ম্যাচ সেরা হয়েছেন



রবীন্দ্র জাডেজা সিএসকের হয়ে ১৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন



কেকেআরের হয়ে দুই ক্যারিবিয়ান তারকা নারাইন এবং রাসেল উভয়েই ১৫ বার ম্যাচ সেরা হয়েছেন



সানরাইজার্সের প্রাক্তন খেতাবজয়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলের হয়ে ১২বার সেরা হয়েছেন



জস বাটলারও রাজস্থান রয়্যালসের হয়ে ১২ বার ম্যাচ সেরা হয়েছেন



দিল্লির ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক ১০ বার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে বীরেন্দ্র সহবাগের দখলে



কেএল রাহুল প্রাক্তন দল পাঞ্জাব কিংসের হয়ে ১০ বার ম্যান অফ দ্য় ম্যাচ হয়েছেন



শুভমন গিল গুজরাতের হয়ে সর্বাধিক ছয়বার ম্য়াচ সেরা হয়েছেন



আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বাধিক পাঁচ বার ম্যাচ সেরা হয়েছেন মার্কাস স্টোইনিস