ABP Ananda


তাঁর একের পর এক অভিনয় প্রশংসিত হয়েছে বলিউডে। তবে অভিনেতা হয়ে ওঠার সফরটা সহজ ছিল না নওয়াজুদ্দিন সিদ্দিকির।


ABP Ananda


নওয়াজের ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় এসেছে, বৈবাহিক জীবনেও এসেছে সমস্যা। সহজ ছিল না তাঁর ছোটবেলাও।


ABP Ananda


বলিউডে পা রাখার আগে, গ্রামে বসবাস করতেন নওয়াজ। আর সেখানেই নাকি নীচু জাত হওয়ার কারণে খোঁটা দেওয়া হত তাঁকে।


ABP Ananda


বারংবার জাত নিয়ে খোঁটা, কথা শোনা নওয়াজের মনে হীনমন্যতা তৈরি করেছিল।


ABP Ananda


সেই হীনমন্যতা এমন পর্যায়ে যায়, একটা সময়ে বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে আসেন নওয়াজ।


ABP Ananda


পরবর্তীতে নিজের এই কষ্টকেই তিনি অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন, এমন কথাই সাক্ষাৎকারে বলেছিলেন নওয়াজ।


ABP Ananda


বৈবাহিক সম্পর্কে সমস্যার কারণে পুত্র-কন্যাদের থেকেও বর্তমানে আলাদা থাকতে হয় নওয়াজকে।


ABP Ananda


তবে অভিনয়ের দুনিয়ায় নওয়াজ প্রমাণ করে দিয়েছেন তিনি লম্বা দৌড়ের ঘোড়া