ওষুধ খেতে যতই অনীহা হোক না কেন, অসুখ করলে ওষুধ তো খেতেই হবে।



অনেক সময় আমরা একটা ট্যাবলেট ভেঙে খাই। বিশেষত যখন মন করি, শরীর অতটাও খারাপ নয়।



অনেকে মনে করেন, বেশি পাওয়ারের ওষুধ আধখানা খেয়ে নিলে বুঝি তা কম পাওয়ারের ওষুধের কাজ করে।



কিন্তু সব ওষুধ কি ভেঙে খাওয়া যায় ? কী বলছেন চিকিৎসকরা ?



আপনি যদি কোনো ওষুধ ভেঙে খান, তাহলে তা করার আগে ওই ওষুধের গায়ে লেখা নির্দেশাবলী পড়ে নিন।



ওষুধের প্যাকে লেখা নির্দেশাবলীতে না লেখা থাকলে, ডাক্তাকে জিজ্ঞাসা করে নিন।



কিছু ট্যাবলেটের পিছনে sr , CR এবং xr লেখা থাকে। ডাক্তাররা এই ধরনের ওষুধ সরাসরি গিলে ফেলার পরামর্শ দেন।



এই ওষুধগুলি ভাঙা বা চিবানো উচিত নয়। এই ধরনের ট্যাবলেট শরীরে ধীরে ধীরে দ্রবীভূত হয়।



বিশেষজ্ঞদের মতে, সব ট্যাবলেট ভেঙে খাওয়া যায় না। তবে কিছু ট্যাবলেট খাওয়া যায়।



ট্যাবলেটের মাঝখানে দাগ টানা থাকলে, সেই ট্যাবলেটগুলি ভেঙে খেতে পারেন সাধারণত।