কোরিওগ্রাফার টেরেন্স ল্যুইসের সঙ্গে প্রেম করছেন ডান্স ডিভা নোরা ফতেহি? বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুজনের সম্পর্কের কথা শোনা যাচ্ছে এক ডান্স রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায় নোরা-টেরেন্সকে দুই তারকার অনস্ক্রিন রসায়ন নজর এড়ায়নি দর্শকদের যদিও নোরা কিংবা টেরেন্স, কারও পক্ষ থেকেই এই সম্পর্কের কথা স্বীকার করা হয়নি বরং বেশ কিছু সাক্ষাৎকারে রহস্যজনক মন্তব্য করেছেন টেরেন্স আর তাতেই নোরা ফতেহির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন আরও বেড়েছে ইনস্টাগ্রামে একসঙ্গে বহু রিলও তৈরি করেন নোরা ফতেহি ও টেরেন্স ল্যুইস সম্প্রতি এক সাক্ষাৎকারে টেরেন্স বলেন নোরা ফতেহি তাঁর খুব ভালো বন্ধু পাশাপাশি, 'গোপন কথা গোপনেই থাকতে দিন' বলে সম্পর্কের জল্পনা আরও বাড়ালেন তিনি