বছরের যে কোনও সময়ে চুল এবং ত্বকের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। তবে সময় ভিত্তিতে যত্নের ধরন বদলে যায়।

গরমকালে কীভাবে নেবেন চুলের যত্ন? কোন কোন নিয়ম মানতেই হবে?

গরমে চুলের উপর সরাসরি রোদ পড়ে। ফলে চুল ঝরার সম্ভাবনা বাড়ে। যা রোধ করা প্রয়োজন।

হেয়ার অ্যাক্সেসরিজ ব্যবহার বন্ধ করতে হবে। চুল স্ট্রেইট করা, ব্লো ড্রাইং করা যাবে না।

কোথাও বেরোলে মাথায় ওড়না বা স্ক্রাফ ব্যবহার করুন, তাতে সূর্যের আলো লাগবে না।

চুলের শুষ্কতা দূর করতে বিশেষজ্ঞের পরামর্শ মেনে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।

অ্যালোভেরা, চন্দন কাঠ, নারকেলের মতো

চুলের স্বাস্থ্য রক্ষা করতে চুল কাটাও প্রয়োজন।

চুলে শ্যাম্পু করার পর কন্ডিশানিং বাধ্যতামূলক। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চুল ধোওয়া উচিত।

চুল সুন্দর করতে সারাদিন পরিমিত জল পান করা উচিত।

Thanks for Reading. UP NEXT

ত্বক সুস্থ রাখতে কোন কোন নিয়ম মেনে চলবেন?

View next story