আজ ৪১ বছরে পা রাখলেন বলিউড অভিনেতা রণবীর কপূর



সোশ্যাল মিডিয়ায় স্বামীকে আদুরে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট।



স্কুলে পড়াকালীন পড়াশোনার থেকে রণবীরকে বেশি আকর্ষণ করত অন্যান্য অতিরিক্ত বিষয়।



খেলতে ভালোবাসতেন রণবীর, বিশেষ করে ফুটবল। স্কুলে পড়াকালীন খেলাধূলোর সঙ্গে যুক্ত থাকতেন রণবীর।



বাবা-মায়ের সম্পর্ক ছোট্ট রণবীরের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল, এ নিয়ে বারে বারে কথা বলেছেন তিনি।



সহকারী পরিচালক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রণবীর কপূর



কলেজ শেষ করে নিউইয়র্কে পড়াশোনা করতে যান রণবীর। সেখানে তিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন



'ব্ল্যাক' ছবিতে সহকারী পরিচালকের কাজ করেছিলেন রণবীর কপূর, সেই তাঁর রুপোলি পর্দায় কাজের শুরু



। ২০০৭ সালে সোনম কপূরের (Sonam Kapoor) বিপরীতে 'সাঁওয়ারিয়া' ছবির হাত ধরে প্রথম অভিনয় জীবনে পা রাখেন রণবীর



তাঁর অভিনয় প্রশংসিত হলেও, বক্তঅফিসে মুখ থুবড়ে পড়ে 'সাঁওয়ারিয়া'। এরপরে 'বাঁচনা অ্যায় হাসিনো' ছবিতে প্রশংসিত হন রণবীর



'ওয়েক আপ সিড'-এ কঙ্গনা সেনশর্মার বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি।