ক্যামেরাবন্দি ভূমি পেডনেকর ও শেহনাজ গিল। তাঁদের আগামী ছবি 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'-এর প্রচারে দেখা গেল তাঁদের। শেহনাজ গিলকে দেখা গেল উজ্জ্বল হলুদ রঙের অফ-শোল্ডার ড্রেস পরে। সঙ্গে পায়ে হলুদ জুতো। অন্যদিকে ভূমি পেডনেকরও পরেছিলেন অফ-শোল্ডার ড্রেস। পোশাকের রং কমলা, সঙ্গে রাফল স্লিভস। পায়ে হাল্কা গোলাপী হিল জুতো। শেহনাজ গিলকে দেখা গেল খোলা চুলে, যেন বইয়ের পাতা থেকে উঠে আসা বার্বি ডল। অন্যদিকে 'দম লগাকে হাইসা' অভিনেত্রী তাঁর চুলে বাঁধেন পনিটেল। হেসে দিলেন পোজ। এই ছবির মূল গল্প কণিকা কপূর (ভূমি পেডনেকর)কে কেন্দ্র করে। ত্রিশের কোঠায় থাকা এক সিঙ্গল মহিলার গল্প। কণিকা নিজের জীবনের সত্যিকারের ভালবাসা এবং শারীরিক সুখের সন্ধানে। সেই সফরের গল্প বলবে 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'। এই প্রজন্মের কমেডি ঘরানার ছবি। পরিচালনায় কর্ণ বুলানি এবং লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিংহ। ছবিতে অভিনয় করেছেন ডলি সিংহ, কুশা কপিলা, শিবানী বেদির মতো বহু মুখ। রয়েছেন অনিল কপূরও। বালাজি ফিল্মস ও অনিল কপূরের সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি প্রেক্ষাগৃহে আসছে আগামী ৬ অক্টোবর।