খোলামেলা পোশাক পরার জন্য কুখ্যাতি রয়েছে তাঁর সাজগোজও বড্ড অদ্ভূত বলে টিকা-টিপ্পনি চলে তবে কাউকেই পরোয়া করেন না উরফি জাভেদ আবারও অদ্ভূত সাজগোজে নজর কাড়লেন তিনি গোলাপি ব্লেজার এবং প্য়ান্টে কাড়লেন নজর প্যান্ট এবং ক্রপটপ যদিও গায়েই ছিল অভিনেত্রীর কিন্তু ব্লেজার ঝুলে ছিল মাথার উপর, ভিতর থেকে উঁকি দিচ্ছিলেন উরফি আসলে ব্লেজার গায়ে চাপাননি, স্ট্যান্ডে ঝুলিয়ে রেখেছিলেন সেই স্ট্যান্ড ধরে রেখেছিলেন নায়িকা নিজের হাতে অদ্ভূত দেখালেও এই সাজেই ফের বাজিমাত উরফির