ফের বড়পর্দায় নীল ভট্টাচার্য্যের নতুন ছবি, নাম তিলোত্তমা ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, তাঁর নাম শ্যামাপদ এই ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা যাবে তৃণা সাহাকে নীলকে দেখা যাবে একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায়। তবে তাঁরা জুটি বাঁধছেন না। ছবিতে তৃণার সঙ্গে দেখা যাবে এক শিশুশিল্পীকে, তার নাম অরুণিমা এই ছবির গল্প আবর্তিত হবে একটি অনাথ আশ্রমকে ঘিরে। সেই আশ্রমের নামই তিলোত্তমা। এই ছবিতে ঋতব্রতকে দেখা যাবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকায়। এই অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন, রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাশগুপ্ত, পূজা সরকার ও অন্যান্যরা। 'গুডবাই ভেনিস' নামে আরও একটি ছবিতে দেখা যাবে নীলকে। সদ্য ধারাবাহিক শেষ হয়েছে তৃণার। এর আগেই ওয়েব সিরিজ ও ছবিতে দেখা গিয়েছে তৃণাকে