শ্রাবণমাস এবছর মলমাস হলেও এটি শিবভক্তদের কাছে পবিত্রতম মাস হিসেবে বিবেচনা করা হয় ২৪ জুলাই যারা মহাদেবের রুদ্রাভিষেক করতে চান তাঁদের জন্য শুভ সময় এই দিনে উপবাস করে পুজো করলে মহাদেবের কৃপায় সমস্ত ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় পঞ্জিকামতে, ২৪ জুলাই শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিনে রবি যোগ, শিব যোগ এবং সিদ্ধ যোগ গঠিত হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে, সোমবার সকাল থেকে শিব যোগ গঠিত হচ্ছে সিদ্ধ যোগ দুপুর ২টো ৫২ মিনিট থেকে পুরো রাত পর্যন্ত