বলিউডে পাড়ি, জাতীয় পুরস্কার.. এই বছরে বেশ সফলতা পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান এবিপি লাইভের সঙ্গে ফিরে আসা সেই সাফল্যই ফিরে দেখলেন অভিনেত্রী জয়া। এই বছর পঞ্চম বারের জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার জয় করে নিয়েছেন জয়া আহসান এই বছরই প্রথম বলিউডে পা রেখেছেন জয়া, অভিনয় করেছেন 'কড়ক সিং' ওয়েব সিরিজে জয়ার অভিনীত 'দশম অবতার' ও বক্সঅফিসে বেশ সাফল্য পেয়েছিল। প্রশংসিতও হয়েছিল। জয়া মনে করেন, এই বছরটা তাঁকে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। 'কড়ক সিং'-এ জয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। তবে এর আগে ইরানি ছবিতেও কাজ করেছেন জয়া। 'কড়ক সিং'-এ পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করেছেন জয়া। নতুন কাজ নিয়ে তিনি বেশ খুশিও। ক্রিসমাসটা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন জয়া আহসান। গিয়েছিলেন ঢাকার বাইরে ঘুরতে। গাছের খুব শখ জয়ার.. প্রত্যেকদিনই নাকি গাছের পরিচর্চা করা তাঁর রোজের রুটিনের অংশ।