চলতি বছর অক্টোবরেই ভারতে লঞ্চ হতে চলেছে জিও-র ৫জি পরিষেবা। এর পাশাপাশি রিলায়েন্স জিও ঘোষণা করেছে যে তারা ৫জি ফোন লঞ্চ করবে। তবে চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিও-র ৫জি ফোন লঞ্চ হবে না। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে জিও-র ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। গুগলের সঙ্গে যুক্ত হয়ে এই ৫জি ফোন তৈরি করেছে রিলায়েন্স জিও সংস্থা। শোনা যাচ্ছে, জিও-র এই ৫জি ফোন অ্যাফোর্ডেবল রেঞ্জে লঞ্চ হবে ভারতে। রিলায়েন্স জিও ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা গিয়েছে। ভারতে জিও ৫জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। জিও ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। রিলায়েন্স জিও ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট থাকতে পারে।