এই প্রথম সোনাদার ছবিতে সৌরভ দাস, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সোনাদা সিরিজের নতুন ছবিতে এবার থাকছেন সৌরভ। সোনাদা ফ্রাঞ্চাইজির অন্য়তম সঙ্গী ঝিনুক ওরফে ইশা সাহা। নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এ অবশ্যই থাকছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এর ট্রেলার। সেখানে বাকি সব ছবির মতোই সোনাদার ছায়াসঙ্গী ইশা। তবে কেবল ইশা নয়, বাকি সব ছবির মতো এই ছবিতেও থাকছেন অর্জুন চক্রবর্তী ওরফে পর্দার আবির। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়, সাধারণত ৮ থেকে আশির কথা মাথায় রেখেই কাজ করতে ভালোবাসেন ধ্রুব। ৩০ তারিখ অন্য সমস্ত ছবির সঙ্গে সোনাদার অপেক্ষায় রয়েছেন সোনাদা অনুরাগীরা। কেবল রহস্য সমাধানের গল্প নয়, ছবির মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতিকেও তুলে ধরতে চান পরিচালক ধ্রুব। চলতি বছরের ৩০ তারিখ, পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে সোনাদা ওরফে আবির চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেল বাংলার সংস্কৃতির কথা