সাবেকি শাড়িতেই আধুনিক স্টাইল স্টেটমেন্ট হোক, অথবা পাশ্চাত্য গাউন, অভিনেত্রী রুক্মিণী মৈত্র সব সাজেই নজরকাড়া। দেখে নিন তাঁর সেরা ১০ সাজ। লাল শর্ট লেঙথের পোশাকের সঙ্গে শেড মিলিয়ে গাঢ় লাল লিপস্টিক পরেছেন রুক্মিণী। মাথায় মেসি বান ও কানে ঝোলা দুল ছাড়া রুক্মিণী বিশেষ সাজেননি। এই পোশাকই সেন্টার অফ অ্যাট্রাকশন। পোশাককে হাইলাইট করতেই কোনওরকম গয়না পরেননি তিনি। কেবল স্টিলেটোর সঙ্গে খোলা চুলে কার্ল করে নিয়েছেন। শাড়ি সাজে সাবেকি রুক্মিণী। ডিজাইনার ব্লাউজ থাকলেও মাথায় খোঁপা আর ঠোঁটে গ্লসি লিপস্টিক তাঁর সাজকে সম্পূর্ণ করেছে। লালের ওপর জরি আর স্টোনের কাজ করা গাউনের সঙ্গে আলগা খোলা চুলের সাজ, হালকা মেকআপে ধরা পড়েছে রুক্মিণীর হাসির স্নিগ্ধতা। ডিজাইনার শাড়ির সঙ্গে স্টাইলিশ ব্লাউজের সাজ। পিঠের ডিজাইনকে হাইলাইট করতে চুলে পনিটেল করেছেন রুক্মিণী। পাশ্চাত্য পোশাকের সঙ্গে মানানসই গয়না, স্মোকি আই মেকআপ আর স্ট্রেটনিং করা খোলা চুলে রুক্মিণীকে মোহময়ী দেখাচ্ছে। রুপোলি জাম্পশ্যুটের লক্ষণীয় ভি কাটের গলার ডিজাইন। খোলা চুলের সঙ্গে নজর কাড়ছে তাঁর গলার মুক্ত ও পান্নার হার। রুপোলি পোশাকে স্পষ্ট রুক্মিণীর আকর্ষণীয় ফিগার, খোলা চুলে নজর কাড়ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সাদা বেগুনি আরামদায়ক গাউনের সঙ্গে খোলা চুল, রুক্মিণীর এই সাজটিও বেশ অন্যরকমের।