গত বছরেই বিয়ে সেরেছেন, এবার ভাইরাল হল রাখী সবন্তের আইনি বিয়ের ছবি। দীর্ঘদিনের প্রেমিক আদিল দুরানির সঙ্গে ২০২২ -এর মে মাসে বিয়ে সেরেছিলেন রাখী। কিন্তু এই প্রথম নয়, এর আগে একাধিকবার বিভিন্ন পুরুষকে মন দিয়েছেন রাখী সবন্ত, করেছেন স্বয়ম্বরও! ২০০৯ সালে ছোটপর্দায় স্বয়ম্বরের আয়োজন করেন রাখী, সেখান থেকেই তাঁর প্রেমের শুরু। প্রতিযোগী ইলেশকে মন দিয়ে বসেন রাখী, ছোটপর্দায় সেরে ফেলেন সামাজিক বিয়েও। তবে রাখির সেই সম্পর্ক টেঁকেনি। আইনি বিয়ে করার আগেই বিচ্ছেদ হয়ে যায় ইলেশ ও রাখীর। এরপর, রীতেশ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে সারেন রাখি, তবে প্রকাশ্যে আনেননি বরের ছবি