পেশার বাইরে একেবারে আক্ষরিক অর্থে 'ফ্যামিলি ম্যান' টলিউড অভিনেতা জিৎ

তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে ধরা পড়ে নানা ছবি

সেই সমস্ত ছবিগুলির কোনওটা তাঁর ছবি কেন্দ্রিক তো বাকিটা তাঁর পরিবার কেন্দ্রিক

স্ত্রী মোহনা এবং কন্যা নবন্যাকে নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন ভ্রমণে

কখনও পাহাড় তো কখনও সমুদ্র অথবা বরফে ঘেরা প্রকৃতির মাঝে

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তেমনই কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন

কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন ইউরোপ থেকে। অভিনেতার সঙ্গী হয়েছেন স্ত্রী মোহনা এবং কন্যা নবন্যা

২০২২ সালের শেষ সময়টা তিনি বিদেশে উপভোগ করছিলেন পরিবারের সঙ্গে

বরফে ঘেরা প্রকৃতির মাঝে তাঁদের উপভোগের নানা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন

আর তা শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। অভিনেতার পোস্ট করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা

Thanks for Reading. UP NEXT

বারে বারে প্রেমে পড়েছেন রাখী সবন্ত

View next story