সামনেই মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ছবি 'বিজয়ার পরে' এই ছবিতে, মমতাশঙ্কর ও দীপঙ্কর দের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকাকে। ছেলে-মেয়ে বাইরে চলে গেলে মা-বাবাকে কতটা ঘিরে ধরে একাকিত্ব.. সেই অনুভবকেই যেন ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। স্বস্তিকা জানিয়েছেন, কর্মসূত্রে তাঁর মেয়েও বাইরে। আর তাই এই পরিস্থিতি নিজের জীবন দিয়ে অনুভব করেন তিনি। মমতাশঙ্কর, ও দীপঙ্করের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন স্বস্তিকা, তাঁদেরকে যেন বাবা-মায়ের মতোই মনে হয় তাঁর। স্বস্তিকার মা-বাবা প্রয়াত হয়েছেন আর তাই এই শ্যুটিং করতে গিয়ে আবেগে ভেসেছেন তিনি। মূলত অভিভাবকসম অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন জেনেই এই ছবিটি বেছেছিলেন সন্দীপ্তা।