হাঁটু ও কাঁধে চিড় নিয়ে সদ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের নবাব সেফ আলি খান সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই সেফের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন অনেক অনুরাগীরাই। সোমবার সকাল ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেফকে, ছিলেন স্ত্রী করিনাও। মঙ্গলবার, অস্ত্রোপচার শেষে বাড়ি ফেরেন সেফ, সঙ্গে ছিলেন করিনা। একটি স্লিঙ-ব্যাগে নিজের হাতটিকে সাপোর্ট দিয়ে রেখেছিলেন সেফ। জানা যাচ্ছে, অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে একটু পুরনো ব্যথা আবার দেখা দিয়েছিল সেফের। পুরনো চেটের ওপর আবার আঘাত লাগায়, সেফকে ভর্তি হয়ে হয়েছিল হাসপাতালে। তবে আপাতত, অপরেশন করে বাড়ি ফিরে এসেছেন সেফ। তাঁকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। হাসপাতালে সবসময়েই সেফের সঙ্গে ছিলেন করিনা। অভিনেতা বাড়িতে ফেরার পরেও করিনাকে দেখা গেল তাঁকে আগলে নিয়ে ফিরতে। আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে, সুস্থ হয়ে তিনি ফিরতে পারবেন শ্যুটিং ফ্লোরে।