মুক্তি পেল রূপম ইসলামের (Rupam Islam) নতুন মিউজিক ভিডিও (Music Video)। অ্যালবামের নাম 'পুরনো গিটার' (Purono Guitar)।



'অন্নপূর্ণা স্বাদিষ্ট' নিবেদিত মিউজিক ভিডিও 'পুরনো গিটার' মুক্তি পেল।



রাজা চন্দের পরিচালনায়, বিশ্ব রায়ের সুরে ও রচনায়, রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।



অনুষ্ঠানের আয়োজক, 'পুরনো গিটার' গানটির সুরকার ও লেখক, বিশ্ব রায় সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।



এদিন উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওটির প্রস্তুতকারক সংস্থা, 'অন্নপূর্ণা স্বাদিষ্ট'-এর ডিরেক্টর সুমিত সেনগুপ্ত ও তাদের কর্মকর্তারা।



'পুরনো গিটার' নামের এই গানটির মাধ্যমে সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নির্মাতারা।



সেই সংগ্রামে এক নিরলস প্রতিবাদকারীর গানের সুরের সঙ্গে জুড়ে যায় সমাজের প্রতি স্তরের মানুষ।



গানটি গেয়েছেন বাংলা রক সঙ্গীত জগতের কিংবদন্তি রূপম ইসলাম।



সুরে ও রচনায় বিশ্ব রায়। প্রখ্যাত পরিচালক রাজা চন্দ এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন।



রূপম ইসলাম মুক্ত কণ্ঠে 'পুরনো গিটার' গানের লঞ্চে এসে এর কয়েকটি লাইন ও তাঁর পছন্দের গানের কিছু সুর শ্রোতাদের শোনান।