যাঁদের পোষ্য ভাল লাগে, তাঁদের জন্য এর চেয়ে ভাল সঙ্গী আর কিছুই নেই। দিনভর পরিশ্রম, ক্লান্তি সব এক নিমেষে উধাও হয়ে যায় বাড়ির এই সদস্য়ের সঙ্গ পেলেই। বাড়ির পোষ্যকেও কিন্তু সময় দিতে হবে। যতই ব্যস্ততা থাক, ওর জন্যই চাই আলাদা সময়। ঘরে সবসময় হাসিখুশি মেজাজের পরিবেশ রাখতে হবে, সদস্যটি খুশি থাকবে। ছোট থেকেই পোষ্যতে কড়া অনুশাসনের অভ্যাস করাতে হবে। এটি দুপক্ষের জন্যই ভাল। প্রতিদিন নির্দিষ্ট ডায়েট মেনে চলতে হবে। নির্দিষ্ট সময় অন্তর ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রতিদিন কিছুটা দৌড়নো বা হাঁটা অত্য়ন্ত প্রয়োজন। নির্দিষ্ট সময় সঙ্গীটিকে নিয়ে হাঁটতে বেরোন। ওর সঙ্গেই আপনারও শরীরচর্চা হবে। নিয়ম করে জল খাওয়ানোর অভ্য়াস করতে হবে, যাতে সবসময় হাইড্রেটেড থাকে। যদি সম্ভব হয় কখনও কখনও ঘুরতে গেলে সঙ্গে নিন পোষ্যকে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।