চলতি বছরের আইপিএলের মাঝেই প্রথমবার সন্তানের বাবা হন শিমরন হেটমায়ার সেই খুশিতে আইপিএলের মাঝপথেই ঝটিকা সফরে দেশে ফিরে যান তিনি হাসি মুখে তাঁকে ছুটি দেন হেটমায়ারের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের কর্তারা কথা রেখেছেন হেটমায়ার, সন্তানের মুখ দেখেই দলের সঙ্গে যোগ দেন তিনি সন্তানকে দেখে এসেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন তিনি চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন হেটমায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে পর্যন্ত করে ফেলেছেন ৩০১ রান মারছেন বড় বড় ছক্কা। যেকোনও প্রতিপক্ষ দলের বিরুদ্ধেই যেন সমর্থকদের আশার আলো হয়ে উঠেছেন তিনি সন্তান জন্মের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিমরন হেটমায়ারের স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সিমরন হেটমায়ারের স্ত্রী নিরভনি হেটমায়ার চারের থেকে ছক্কা যেন বেশি পছন্দ, চার মেরেছেন ১৯টি, আর ছক্কা হাঁকিয়েছেন ২১টি