ছোটবেলায় নাকি, কেঁদেও উঠেছিলেন সুরে।
সেই থেকে রাহুলদেবের ডাক নাম পঞ্চম।
কলকাতা থেকে দুটি সুটকেস নিয়ে যেতে রাহুল দেব বর্মন।
মুম্বই সফরের সেই সুটকেসে নাকি থাকত এ শহরের সেরা সবজি।
জীবনকালে ৩১ বাংলা ছবিতে কাজ করেছিলেন।
প্রথম বিয়ে ১৯৬৬ তে, রিটার সঙ্গে বিচ্ছেদ হয় একাত্তরে
রিটাকে হারিয়ে কিশোর কুমারকে দিয়ে গাওয়ান 'মুসাফির হু ইয়ারো'
ওদিকে তখন ব্যাথায় ডুবে আশা ভোঁসলে, আর তখনই পরিচয় রাহুলের সঙ্গে
১৯৮০ সালে গায়িকা আশা ভোঁসলকে বিয়ে করেন রাহুল। ভাসে বাঙালি-বলিউড।
আশা, রাহুলের চেয়ে ৬ বছরের বড়, রেডিওতে তখন সারাদিন পঞ্চমের গান