গতকাল নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।



৬ নভেম্বর অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন এই বিষয়। 'অত্যন্ত ভয়ঙ্কর', বলে মন্তব্য করে পোস্ট করেন 'শ্রীভল্লি' অভিনেত্রী।



কালো পোশাকে লিফট থেকে বেরোচ্ছেন রশ্মিকা। ভাইরাল হওয়া ভিডিও থেকে প্রথম এক সাংবাদিকই বিষয়টি নজরে আনেন যে সেটি অভিনেত্রীর নয়।



প্রযুক্তিগত কারচুপি করে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা পটেলের মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছে।



অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। লিখেছেন, 'এই ঘটনাটা খুব গম্ভীর এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত।'



রশ্মিকা মান্দান্নার পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 'ডিপফেক ভিডিও খুবই বিপজ্জনক' বলেন তিনি।



এই বিষয়ে মুখ খোলেন রশ্মিকা। বলেন, 'এটা লিখতে গিয়ে এবং অনলাইনে ছড়িয়ে পড়া আমার ডিপফেক ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে খুব আহত বোধ করছি।'



'এসব প্রচণ্ড ভয়ের, শুধু আমার জন্য না, বরং আমাদের প্রত্যেকের জন্য যাঁরা এখন যে টেকনলজির অপব্যবহার করা হচ্ছে তার শিকার হতে পারেন।'



'আজ, একজন মহিলা ও একজন অভিনেত্রী হিসেবে, আমি আমাক পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমার রক্ষক ও আমার পাশে দাঁড়ান।'



'আমাদের একজোট হয়ে এর প্রতিবাদ করা উচিত এবং আরও কেউ এই সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তা দ্রুত করা উচিত।'