তেলুগু ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী দিশা পাটনি। ছবির নাম 'লোফার'। ২০১৫ সালে বরুণ তেজের বিপরীতে অভিনয় করে পথচলা শুরু অভিনেত্রীর। ২০১৬ সালে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' মুক্তি পায়। প্রিয়ঙ্কা ঝার চরিত্রে নজর কাড়েন। ২০১৭ সালে 'কুং ফু যোগা' মুক্তি পায়। চিনা ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল অস্মিতা। ২০১৮ সালে পরপর দুটি ছবি মুক্তি পায় দিশার। 'ওয়েলকাম টু নিউইয়র্ক' ছবিতে দিশা হিসেবেই ক্যামিও করেন তিনি। 'বাঘি ২' ছবিতে নেহা রাওয়াত চরিত্রে দেখা যায় তাঁকে টাইগারের বিপরীতে। ২০১৯ সালে মুক্তি পায় সলমন খানের 'ভরত'। দিশার চরিত্রের নাম ছিল রাধা মাথুর। 'বাঘি ৩', 'মলং', 'রাধে' ও 'এক ভিলেন রিটার্নস' ছবিতে একের পর এক অভিনয় করেন দিশা। এখন 'কল্কি ২৮৯৮ এডি', 'যোদ্ধা' ও 'কানগুভা' মুক্তির অপেক্ষায় রয়েছে দিশার।