তিনি নাকি ছোটবেলা থেকেই কথা বলতে পছন্দ করতেন না। অথচ ভালবাসতেন অভিনয়! ছোটপর্দায় জন্য শ্যুটিং করেছিলেন মাত্র ১৪টা এপিসোড... আর সেগুলোই বছরের পর বছর ধরে রসদ জুগিয়েছে হাসার বছরের পর বছর ধরে যদি হাসি ফুটিয়ে এসেছেন আট থেকে আশির মুখে, তিনি মিস্টার বিন। যাবতীয় ভাষা-সমস্যা এড়াতে, অভিনেতা রোয়ান অ্যাটকিনসন বেছে নিয়েছিলেন নির্বাক অভিনয় রোয়ান অ্যাটকিনসন পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন তিনি ছোটপর্দায় মিস্টার বিনের জন্য় তিনি শ্যুট করেছিলেন মাত্র ১৪টা এপিসোড, যা দেখানো হয়েছে ২০০টি দেশে। যেহেতু 'মিস্টার বিন'-এ ভাষা নয়, মূলত প্রাধান্য পায় শারীরিক কমেডি, তাই বিভিন্ন ভাষায় অনুবাদ করারও প্রয়োজন হয়নি। পরবর্তীতে জনপ্রিয়তাকে মাথায় রেখে মিস্টার বিনকে নিয়ে বড়পর্দাতেও তৈরি হয়েছে ছবি।