স্কুলজীবনে নাকি তিনি প্রেমই করতে পারেননি বাবা-মায়ের শাসনে।



স্কুলের সব বন্ধুরা যখন ঘুরতে যেত, তখন তিনি বাড়ি ফিরতেন বাবা মায়ের হাত ধরে।



স্কুলজীবনে একজন প্রেম নিবেদন করেছিলেন তাঁকে, হয়েছিল কথাও।



তবে বাবা-মায়ের শাসনে দেখা করা হয়নি সেই ছেলেটির সঙ্গে। স্কুল শেষ হওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে বলেছিলেন নায়িকা।



সেই প্রেম অবশ্য ভেঙে যায়। তবে বর্তমানে কি প্রেমে পড়তে রাজি সৌমিতৃষা কুণ্ডু?



সৌমিতৃষার মতে, তিনি নাকি এই মুহূর্তে কমিটমেন্ট চান না। তাই কাউকে ভাল লাগলেও পিছিয়ে আসেন।



সৌমিতৃষার নাকি মনে হয়, তিনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। সময় দিতেও পারবেন না।



সৌমিতৃষার স্বপ্ন, তাঁর প্রেমিক হতে হবে লম্বা, সুন্দর হতে হবে হাসি।



সৌমিতৃষা মনে করেন, সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। সারাদিন কথা বলতে হবে এমন বাধ্যবাধকতা নেই।



তবে সৌমিতৃষার সঙ্গে প্রেম করতে গেলে নাকি, ভাঁড়ে চা খাওয়ার অভ্যাস মাস্ট।



সৌমিতৃষা বিশ্বাস করেন, সমমনস্ক মানুষ হলে, তবেই তিনি প্রেম করতে পারবেন।