সৌপ্তিক ভট্টাচার্য্যের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন আগেই, এবার নতুন সম্পর্কে সিলমোহর রণিতা দাসের?



জন্মদিন আর নতুন বছরে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিলেন নতুন এক নায়কের সঙ্গে! কে তিনি?



তিনি সৌম্য মুখোপাধ্যায়। 'চিনি ২', 'প্রেম টেম' ছবির নায়ক তিনি। কাজ করেছেন রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও



সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি ছবিটি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য।



এর আগেও, সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েছেন রণিতা ও সৌম্য। ক্যাপশানে ভালবাসার বার্তাও।



পর্দাতেও একসঙ্গে কাজ করে তাঁরা.. তবে সেই প্রেম কি গড়িয়েছে বাস্তবেও? তার উত্তর দেবে সময়।



সোশ্যাল মিডিয়ায় রণিতা আর সৌম্যর ছবি দেখে অনেকেই মনে করেছেন, বাস্তবেও প্রেম করছেন তাঁরা।



সদ্য জন্মদিন গিয়েছে রণিতার.. সৌম্যর সঙ্গে কেক কেটেছেন তিনি। সঙ্গে ছিল বন্ধুবান্ধবরাও।



সব ছবির ক্যাপশানেই রণিতা ও সৌম্য শেয়ার করে নেন 'এনাগোপু' ও 'লাভস্টোরি' এই দুটি হ্যাশট্যাগ।



রণিতার জন্মদিনে করা 'পহেলে ভি ম্যায়, তুমসে মিলা' গানের সঙ্গের রিলে ধরা পড়ে দুজনের সমীকরণ