'পরিণীতা' ছবিতে অভিনয়ের আগে ৪০-৫০টি স্ক্রিন টেস্ট দিয়েছিলেন বিদ্যা বালন। ছবি- পিটিআই জানেন তাঁর জীবনের অন্যতম স্বপ্ন চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করা। ছবি- পিটিআই অভিনয়ের বাইরে অবসর সময়ে বই পড়তে খুবই ভালবাসেন বিদ্যা বালন। তাঁর পছন্দের লেখক পাউলো কোয়েলহো। ছবি- পিটিআই সাবটাইটেল ছাড়া ইংরেজি ছবি দেখতে নাকি পছন্দ করেন না বিদ্যা বালন। ছবি- পিটিআই সিনে-দুনিয়ায় আসার আগে 'হাম পাঁচ' নামে একটি ধারাবাহিকে অভিনয় করতেন বিদ্যা। ছবি- পিটিআই মলয়ালম ছবি 'চক্রম'-এ প্রথম অভিনয় করেন বিদ্যা বালন। ছবি- পিটিআই এই ছবিতে কাজের সময় তাঁর কপালে 'অশুভ' বদনামও জোটে। ছবি- পিটিআই তামিল ছবি 'রণ' থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ছবি- পিটিআই দক্ষিণী ছবির দুনিয়ায় একপ্রকার ব্রাত্য হয়েই ছিলেন বিদ্যা বালন। ছবি- পিটিআই তারপর 'কিসমত কানেকশন', 'হে বেবি'র মতো ছবি বিদ্যার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছবি- পিটিআই