নির্ভেজাল দেশপ্রেমের আবেগ উস্কে প্রকাশ্য়ে এল 'গদর ২'-র ট্রেলার

১১ অগাস্ট মুক্তি পাবে অনিল শর্মা পরিচালিত ছবি 'গদর ২'।

জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি দেওয়ল ও আমিশা পটেল সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা।

এদিনের ইভেন্টে সানি দেওয়ল ও আমিশা পটেলকে দেখা গেল তারা সিং ও সাকিনার বেশে।

উল্লেখ্য়, পরিচালক অনিল শর্মা এই পাওয়ার প্যাকড ট্রেলারটির মাধ্য়মে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন।

১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে।

ট্রেলারেই স্পষ্ঠ যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।

প্রসঙ্গত, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি।