অর্থনীতিতে স্নাতক, পড়াশোনা করেন সাংবাদিকতা নিয়ে! জেনে নিন বলিউড বাদশার শিক্ষাগত যোগ্য়তা তাঁকে বলা হয় বলিউডের বাদশা। শিক্ষাগত যোগ্য়তায়ও তাঁর সমতুল্য় পাওয়া মুশকিল। দিল্লির কলোম্বিয়া স্কুল থেকে তিনি পড়াশোনা ও খেলায় ভাল পারফর্মেন্সের জন্য় পুরস্কৃত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য় তিনি স্কুল থেকে সর্বোচ্চ সম্মানে পুরস্কৃত হন। বেশকিছুদিন দিল্লির থিয়েটার অ্য়াকশন গ্রুপে বেরি জনের অধীনে প্রশিক্ষন নেন কিং খান। হংসরাজ কলেজ থেকে তিনি অর্থনীতিতে ব্য়াচেলার ডিগ্রি লাভ করেন। হংসরাজ কলেজ থেকে পাশ করে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেন। তবে তা মাঝপথে ছেড়ে দেন। কেরিয়ার শুরুর প্রথম দিকে তিনি দিল্লির ন্য়াশলান স্কুল অফ ড্রামায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৬তে হংসরাজ কলেজ থেকে পাশ করার ২৮বছর পর ব্য়াচেলর ডিগ্রির সার্টিফিকেট পান অভিনেতা।