অনেকেই বলে থাকেন, তিনি হামেশাই মাছের স্বপ্ন দেখেন, বহু মানুষ মাছের স্বপ্ন দেখে ভয়ও পেয়ে যান আবার মনে প্রশ্নও জাগে যে, মাছের স্বপ্ন দেখার মানে কী? এর মধ্যে কি কোনও শুভ ইঙ্গিত রয়েছে নাকি অশুভ কোনও আশঙ্কা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনও ব্যক্তি স্বচ্ছ্ব জলে মাছকে সাঁতার কাটতে দেখেন, তাহলে তার অর্থ শুভ সেই ব্যক্তির অর্থযোগ রয়েছে অথবা, সেই ব্যক্তি কোনও ক্ষমতা পেতে পারেন আবার কেউ যদি জলের উপরদিকে মাছ ঘুরে বেড়াতে দেখেন, তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা, সম্পত্তি এবং সুখের ইঙ্গিত রয়েছে সাধারণত মাছকে জলে ঘুরে বেড়াতে দেখা আসলে ব্যক্তিগত জীবনে উন্নতির ইঙ্গিত গভীর জলে মাছের ঘোরাফেরা কিংবা কাদা জলে মাছের স্বপ্ন দেখেন, সেই ব্যক্তি বর্তমানে কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন মাছ খাওয়ার স্বপ্ন খুব একটা শুভ ইঙ্গিত নয়, বরং, সমস্যার দিকগুলোই তুলে ধরে মাছ ধরার স্বপ্ন দেখা বেশ শুভ লক্ষণ, এর অর্থ চাকরি পাওয়া অথবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মৃত মাছের স্বপ্ন দেখার অর্থ কোনও খারাপ কিছু ঘটতে চলেছে তাঁর সঙ্গে