শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে গোটা শ্রাবণ মাসজুড়ে শিব পুজোর আয়োজন করে ভক্তরা শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেব রুষ্ট হন জানেন? শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, কেতকী ফুল, ইত্যাদি নিবেদন করা উচিত নয় বেলপাতা এবং ধুতুরা ফুল কিংবা নীলকন্ঠ ফুল নিবেদন করতে পারেন হিন্দু পঞ্জিকা অনুযায়ী কয়েকটি শুভ যোগ গড়ে উঠবে, শ্রাবণের এই সোমবারে শুভ সংযোগে পুজো করলে, একাধিক জন্মের পুণ্য ফল লাভ করা যাবে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় যদি একাগ্র চিত্তে স্মরণ করা যায় মহাদেবকে দেবাদিদেবকে ভক্তিভরে স্মরণ করলে ভক্তদের পাশেই থাকেন তিনি, এমনটাই বিশ্বাস!