ডায়াবেটিস নিরাময়ে দারুণ কার্যকরী জবাফুলের নির্যাস। মূত্রনালির সংক্রমণ প্রতিরোধ সাহায্য করে জবাফুলের নির্যাস জবা ফুলের চায়ে ফ্লাভনয়েড থাকে যা ই-কোলাই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। ঠান্ডা বা ফ্লুতে আক্রান্ত হলে কিছু জবা ফুলের পাতা গরম জলে সিদ্ধ করে সেই জল দিয়ে চা তৈরি করে পান করুন। চুল পড়া রোধে জবা ফুলের পাপড়ি ব্যবহার করা খুবই প্রাচীন প্রতিকার। একটি গবেষণায় দেখা গেছে, জবা চুল সাদা হয়ে যাওয়ার গতিকে কমায়। ফেসপ্যাক হিসেবে জবাফুল কার্যকরী। লাল জবার পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে রাখুন। সেটি ফেসপ্যাক হিসেবে মাখুন। অ্যালোপিসিয়াতে আক্রান্ত পুরুষ ও মহিলাদের জন্য এই ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের টাইপ দুই ডায়াবেটিস আছে তাদের রক্তচাপ কমতে সাহায্য করে জবা। শরীরের আয়রনের ঘাটতি কমায় লাল জবার পাপড়ি