ডেঙ্গি একটি ভাইরাস ঘটিত রোগ

চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, এক ছিপি জলেও জন্ম নিতে পারে ডেঙ্গির মশা।

চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, এক ছিপি জলেও জন্ম নিতে পারে ডেঙ্গির মশা।

এলাইজা প্রক্রিয়ায় রক্ত পরীক্ষার পাশাপাশি যে বিষয়টি চিকিৎসকরা লক্ষ্য করেন, তা হল হাঁচি এবং নাক দিয়ে জল পড়ছে কিনা।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি সাধারণত ১০ দিনের রোগ

একদম জ্বরের শুরুতেই পরীক্ষা করিয়ে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে

যতটা সম্ভব ঢাকা জামাকাপড় পড়ুন।

জলের মধ্যে রাখতে হয় এ ধরনের ইনডোর প্ল্যান্টগুলো সম্ভব হলে ঘর থেকে সরিয়ে ফেলুন বর্ষার সময়ে

পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়লে প্রথম থেকেই প্রচুর জল, ফলের রস জাতীয় ফ্লুইড গ্রহণ করুন।