বুকে অসহ্য যন্ত্রণা বা অ্যানজাইনা ছাড়াও মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণ আছে।

অ্যানজাইনা অর্থাৎ বুকে ব্যথা যা প্রায়শই কাঁধ, বাহু এবং ঘাড়েও ছড়িয়ে পড়ে।

হৃৎপিণ্ডে অপর্যাপ্ত রক্ত সরবরাহের কারণে এই সমস্যাগুলো বাড়ে।

হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে।

মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত।

প্রচণ্ড ঘাম হওয়া। হঠাৎ মাথা ঘুরে যেতে পারে।

মাথা ঘুরে পড়ে যাওয়া । হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া ।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ব্ল্যাকআউট হওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ।

কম বয়সি মহিলাদের হার্টের অসুখের প্রবণতা কম।

মেনোপজের পর হিলাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।